ঈদ মানেই নতুন বইয়ের গন্ধ নেওয়ার মতো নতুন সব নাটকের স্বাদ আস্বাদন। একটা সময় নাটক দেখতে টেলিভিশনের সামনে ভিড় লেগে যেত। এই রীতি এখনও আছে। তবে দেখার মাধ্যম বেড়েছে। যুক্ত হয়েছে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম।
এবার রোজার ঈদে প্রচারিত হয়েছে একঝাঁক নাটক। কোনোটা হাসিয়েছে কোনোটা স্মৃতিকাতর করেছে। আবার কোনো নাটক দেখে অশ্রু সংবরণ করতে পারেননি দর্শক। সেরকমই একটি নাটক ‘তোমাদের গল্প’। নাটকটি কাঁদাচ্ছে দর্শকদের।
যৌথ পরিবারের গল্প বলা হয়েছে নাটকটিতে। উঠে এসেছে সম্পর্কের মূল্যায়ন। যা দর্শককে করে তুলেছে আবেগী। দেখে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘এত সুন্দর আর বাস্তবসম্মত নাটক জীবনে প্রথম দেখলাম। নাটকটা দেখে একদম কান্না করে দিয়েছি।’
অন্য একজন লিখেছেন, ‘নাটকটা দেখে অঝোর ধারায় কান্না করলাম। কাহিনী আর সবার অভিনয় এত নিখুঁত ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না।’ অন্য একজনের কথায়, ‘শেষ মুহুর্তের কাহিনী আমাকে কাঁদিয়েছে।’
ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও নাটকটি নিয়ে চলছে আলোচনা। নেটিজেনরা দিচ্ছেন সেরার তকমা। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। দুজনের অভিনয় মন ভরিয়েছে দর্শকের। সাবলীল অভিনয়ের জন্য কেউ কেউ তটিনীকে তুলনা করছেন ঢালিউড সুপারস্টার শাবনূরের সঙ্গে। জোভানকে দিচ্ছেন সেরা অভিনেতার তকমা।
নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপু। গুণী সব অভিনয়শিল্পীদের অংশগ্রহণ দর্শককে গভীরভাবে যুক্ত করেছে এ নাটকের সঙ্গে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘তোমাদের গল্প’র দর্শকসংখ্যা ১১ মিলিয়ন। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যাচ্ছে নাটকটি।