রংপুরে অনলাইনে বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে মিঠুন ও উত্তম নামে দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর খামারের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মাহফুজ রহমান।
তিনি জানান, সোর্সের মাধ্যমে অনলাইন প্রতারণার বিষয়টি জানার পর সেখানে সেনাবাহিনী-পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান ও কাজের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাদের কর্মকাণ্ডের বিষয়ে তারা যে তথ্য দিচ্ছে, তা বিভ্রান্তমূলক। অভিযানের সময় ওই প্রতিষ্ঠান থেকে তিনটা মনিটর, পাঁচটা ল্যাপটপ, পাঁচটা মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অনলাইনে বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।