মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে রবিউল ইসলাম (৩৫), রবিউলের স্ত্রী সোনিয়া আক্তার (২৫), শ্যালক সাহেদ প্রধান (২৩), জান্নাতি বেগম (২৫) ও তার চাচা মুক্তার হোসেন (৪০)।
আহতদের মধ্যে রবিউল ইসলাম ও সোনিয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আব্দুল বাতেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুজ্জামান সরকার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার হামলা এবং পাল্টা হামলার ঘটনাও ঘটে।
এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে রবিউল ইসলামের লোকজনের সঙ্গে নুরুজ্জামান সরকারের লোকজনের তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার আরশাদ কবির বলেন, সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রবিউল ইসলাম এবং তার স্ত্রী সোনিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।
অন্যদিকে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো.আনোয়ার আলম আজাদ বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।